ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটির শিক্ষকের সুইডিশ স্কলারশিপ অর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ফেনী ইউনিভার্সিটির শিক্ষকের সুইডিশ স্কলারশিপ অর্জন

ফেনী: বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য সুইডিশ ইনস্টিটিউটের সম্মানজনক স্কলারশিপ প্রোগ্রাম এসআইএসজিপি’র জন্য মনোনীত হয়েছেন ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. সাঈদ হোসেন পারভেজ। এর আওতায় সুইডেনের প্রখ্যাত উপসালা ইউনিভার্সিটিতে দুই বছরের জন্য কম্পিউটার সায়েন্সের ওপর তিনি উচ্চশিক্ষা নিতে পারবেন। 

সারা বাংলাদেশ থেকে এ বছর এসআইএসজিপিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে কেবল সাঈদ হোসেনই মনোনীত হয়েছেন। বিভিন্ন বিষয়ের ওপর অবশ্য আরও ১৯ জন এই স্কলারশিপে মনোনীত হয়েছেন বাংলাদেশ থেকে।

পারভেজ ২০১৪ সালের নভেম্বরে ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগে প্রভাষক পদে যোগদান করে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি তিন বছরের বেশি সময় সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়টিতে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।