ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা শুরু ৪ নভেম্বর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইবির ভর্তি পরীক্ষা শুরু ৪ নভেম্বর

ইবি: আগামী ৪ থেকে ৮ নভেম্বরে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ২ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হয়ে তা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এবছর ৪টি ইউনিটের অধীনে ৮টি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন বর্ষে বাড়ানো হয়েছে আরো একটি বিভাগ। কলা অনুষদের অধীনে নতুন অনুমোদনপ্রাপ্ত ফাইন আর্টস বিভাগের আসন  ৩০টি।  

এ নিয়ে ৩৪টি বিভাগে মোট ২৩০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্যের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড পরেশ চন্দ্র বম্মন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও হল প্রভোস্টরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা, জুলাই ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।