ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ববির ৩ হলে ফ্রি ওয়াই-ফাই চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ববির ৩ হলে ফ্রি ওয়াই-ফাই চালু ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরে বাংলা হলে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় শেখ হাসিনা হলের রিডিংরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।  

এসময় শেখ হাসিনা হলের প্রভোস্টসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যান, প্রভোস্ট, পরিচালক, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, হলের আবাসিক শিক্ষক, সহকারি আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

হল তিনটির রিডিংরুম ও টিভিরুমে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসই ওয়াই-ফাই সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা‌দেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।