ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে দু’দিনব্যাপী জব ফেস্ট শুরু বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
শাবিপ্রবিতে দু’দিনব্যাপী জব ফেস্ট শুরু বৃহস্পতিবার তৃতীয়বারের মতো সাস্টসিসি আয়োজন করছে জব ফেস্ট। ছবি: সংগৃহীত

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের (সাস্টসিসি) উদ্যোগে দু’দিনব্যাপী ‘জব ফেস্ট সিজন-৩’ শুরু হবে বৃহস্পতিবার।

জব ফেস্টে অংশ নিতে হলে বুধবার (২৪ জুলাই) রাত ১২টার মধ্যে চাকরি প্রত্যাশীদের ক্লাবের ওয়েবসাইটে সিভি জমা দিতে হবে।  সরাসরি ‘জব ফেস্টে’ এসেও সিভি জমা দেওয়া যাবে।

ক্লাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে জব ফেস্ট শুরু হবে।  চলবে শুক্রবার (২৬ ‍জুলাই) পর্যন্ত। বৃহস্পতিবার আবেদনকারীদের প্রাথমিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এবারের ‘জব ফেস্ট সিজন-৩’ এ ২৫টিরও অধিক কোম্পানি অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।