ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৭ শাবিপ্রবি শিক্ষার্থী 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৭ শাবিপ্রবি শিক্ষার্থী  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক

সিলেট: কৃতিত্বপূর্ণ ফল ও অসামান্য মেধার স্বাক্ষর রাখায় প্রতি বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান।

২০১৮ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অধীনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোছা. ফারজানা আক্তার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থী সাবরিন আরা, লাইফ সায়েন্সেস অনুষদের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী নাফিসা তাসনীম নুসা, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের অধীনে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শামিম রেজা সাইমুন।



এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিমা সুমাইয়া লস্কর, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাবিলা আহমেদ, মেডিকেল সায়েন্সেস অনুষদের অধীনে মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষার্থী প্রমা দাস তালুকদার বিনতি মনোনীত হয়েছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৮ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ও কৃতিত্বপূর্ণ ফলের জন্যই তারা এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।  

আগামী ২৫ জুলাই শাবিপ্রবির সাতজনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা পদক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।