ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বন্যার কারণে কারিগরি বোর্ডের ৩ পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বন্যার কারণে কারিগরি বোর্ডের ৩ পরীক্ষা স্থগিত

ঢাকা: বন্যার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তিনটি পরীক্ষা স্থগিত করেছে। আগামী ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফিসারিজ এবং ডিপ্লোমা-ইন-লাইভ-স্টক বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার (দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্ব নিয়মিত/অনিয়মিত এবং পঞ্চম ও সপ্তম পর্ব অনিয়মিত), ডিপ্লোমা-ইন-ফিসারিজ (দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্ব নিয়মিত এবং পঞ্চম ও সপ্তম পর্ব অনিয়মিত), ডিপ্লোমা-ইন-লাইভ-স্টক (দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও পর্ব নিয়মিত/অনিয়মিত এবং পঞ্চম পর্ব অনিয়মিত), শিক্ষাক্রমের ২০১৯ সালের বোর্ড সমাপনী পরীক্ষার পরবর্তী (২১-২৫ জুলাই) সব পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।