ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ফাইল ছবি

ঝালকাঠি: এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাদরাসা শিক্ষাবোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা)।

বুধবার (১৭ জুলাই) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

মাদরাসা সূত্রে জানা গেছে, এবারের আলিম পরীক্ষায় ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে বিজ্ঞান ও সাধারণ বিভাগে ২০৬ জন ছাত্র অংশ নেন।

শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছেন ৯১জন। এর মধ্যে সাধারণ বিভাগে ৬৩ ও বিজ্ঞান বিভাগে ২৮ জন।

অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ছালেহ বাংলানিউজকে বলেন, পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে।

ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।