ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (০৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন শুরু করেন তারা।  

কর্মসূচির বিষয়ে সংগঠনের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, দশম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশের পরও আমাদের দাবি মানা হয়নি।

আমরা শান্তিপূর্ণভাবে গত সাত বছর ধরে এই আন্দোলন করে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

এসময় চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।