ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

গবিতে সংকট কাটছে, শনিবার ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
গবিতে সংকট কাটছে, শনিবার ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ‘বৈধ উপাচার্য’ নিয়োগের দাবিতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের আন্দোলন ‘সফলতার দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে আন্দোলনকারীরা। সেজন্য শনিবার (১৫ জুন) থেকেই ক্লাসে ফিরছে তারা।

ভিসি নিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধানের ইঙ্গিত পেয়ে দীর্ঘ ৬৮ দিনের আন্দোলন শেষে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ ফেসবুক লাইভে এসে ক্লাসে ফেরার ঘোষণা দেন।

এর আগে কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

এতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত সব অগ্রগতি শিক্ষার্থীদের দেখানোর মাধ্যমে আশ্বস্ত করা হয়। শিক্ষার্থীদের প্রতিনিধি দল সব কিছু পর্যবেক্ষণ শেষে দুপুরে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানায়। আলোচনায় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গবি ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান রনি বাংলানিউজকে বলেন, ‘প্রশাসনের সঙ্গে আজ অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা উপাচার্য নিয়োগের নিশ্চয়তা পেয়েছি, বলা চলে ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উপাচার্য নিয়োগের ফাইল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে স্বাক্ষর শেষে এখন শিক্ষা মন্ত্রণালয়ে আছে। এরপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, এ প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে। ’

এছাড়া, গত ২৫ এপ্রিল আন্দোলনের কারণে অনুষ্ঠিত না হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর জন্য আগামী ৪ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মাঝে সব বিভাগের ক্লাস, মিডটার্ম পরীক্ষাসহ যাবতীয় সব কার্যাদি সম্পন্ন করা হবে।  

এদিকে দুই মাসেরও অধিক সময় ধরে চলমান আন্দোলনে বিজয় লাভ করায় আগামী শনিবার ক্যাম্পাসে বিজয় উৎসবের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।