ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবির আবাসিক হল খুলছে বৃহস্পতিবার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
ইবির আবাসিক হল খুলছে বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইবি: ঈদের ছুটি উপলক্ষে টানা ১৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৩ জুন) খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। শনিবার (১৫ জুন) থেকে চালু হবে ইবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

বুধবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার দিন হল খোলার কথা থাকলেও প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে দুইদিন আগেই হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কারণ, প্রশাসনিক কার্যক্রম চালুর পাশাপাশি একই দিনে একাডেমিক কার্যক্রমও শুরু হচ্ছে। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দুইদিন আগেই হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, পবিত্র রমযান, বুদ্ধপূর্ণিমা, গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ২৭ মে থেকে টানা ১৭ দিন বন্ধ ছিলো ইবির আবাসিক হল। এই ছুটি শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হল খুলে দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।