ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বহিরাগত থাকলে কক্ষ সিলগালা: মুহসীন হল প্রাধ্যক্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, মে ৭, ২০১৯
বহিরাগত থাকলে কক্ষ সিলগালা: মুহসীন হল প্রাধ্যক্ষ মুহসীন হল প্রাঙ্গণে গণশুনানি

ঢাকা বিশ্ববিদ্যালয়: কক্ষে বহিরাগত কাউকে রাখলে কক্ষ সিলগালা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইয়া।

সোমবার (৬ মে) বিকেলে হল প্রাঙ্গণে হলে বহিরাগতদের বিতাড়ন ও নিরাপত্তা জোরদার করতে আয়োজিত গণশুনানিতে একথা জানান তিনি।  

হল সংসদ এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।
 
অধ্যাপক নিজামুল হক ভুইয়া বলেন, যারা বহিরাগতদের রাখবে তাদের রুম আমরা সিলগালা করে দেবো। যারা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র না তারা এখানকার সব সুযোগ-সুবিধা নিচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্ররা জায়গা পাচ্ছে না। যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সে বিশ্ববিদ্যালয়ে যদি ডিসিপ্লিন না থাকে সেটা কেনোভাবে গ্রহণযোগ্য নয়।  

এসময় তিনি গোপনে বহিরাগতদের নাম প্রশাসনের কাছে দেওয়ার আহ্বান জানান।
 
ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, বহিরাগত উচ্ছেদে মুহসীন হল উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফল করার জন্য নিয়মিত শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।