ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.০৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ৬, ২০১৯
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.০৩ শতাংশ মাদরাসা শিক্ষা বোর্ডের লোগো

ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনের ২০১৯ সালের দাখিল পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ১২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। 

এবছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। এর মধ্যে ছাত্রী ২ হাজার ৭১৪ জন এবং ছাত্র ৩ হাজার ৫৭৩ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনের সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৯ দশমিক ২৯ শতাংশ আর অন্যান্য বিভাগে ৮২ দশমিক ০৯ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, গত বছর ছিল ১০৯টি।  

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০৬, ২০১৯
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।