ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

ভোলায় পাসের হার ৭৪.৮৭ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ৬, ২০১৯
ভোলায় পাসের হার ৭৪.৮৭ শতাংশ

ভোলা: এসএসসি ও সমমানের পরীক্ষায় ভোলা জেলায় পাসের হার ৭৪ দশমিক ৮৭ শতাংশ। 

এবারে বরিশাল বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে ভোলা। যদিও গত বছর ৮৩ দশমিক ০২ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থান অধিকার করেছিলো ভোলা।

এ বছর জেলার মোট ১৫ হাজার ৭৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৭৮২ জন। এর মধ্যে ৬ হাজার ২৩২ জন ছেলে এবং ৫ হাজার ৫৫০ জন মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে।  

জেলার ৭টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এবং চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল নামে একটি বিদ্যালয়ে কেউ পাশ করেনি। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের কেউ পাশ করেনি।

সোমবার (৬ মে) এসএসসির ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।