ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

যশোর বোর্ডে পাসের হারে এগিয়ে খুলনা, তলানিতে নড়াইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ৬, ২০১৯
যশোর বোর্ডে পাসের হারে এগিয়ে খুলনা, তলানিতে নড়াইল ফলাফল জানাচ্ছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন দশ জেলার ফলাফলে শীর্ষে রয়েছে খুলনা। এ জেলার ৩৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭ হাজার ২১১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৬৭১জন। পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ।

অন্যদিকে, প্রকাশিত ফলাফলে পাসের হারে তলাতিতে রয়েছে নড়াইল জেলা। নড়াইলের ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজার ২৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সাত হাজার ৮০৭ জন।

পাসের হার ৮৪ দশমিক ১৫ শতাংশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র ।

তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন দশ জেলার ফলাফলে সাতক্ষীরা জেলা ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাটে ৯২ দশমিক ৯৪ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৫৫ শতাংশ,  মেহেরপুরে ৯০ দশমিক ২৭ শতাংশ, চুয়াডাঙ্গায় ৪৯ দশমিক ৬৮ শতাংশ, ঝিনাইদহে ৮৯ দশমিক ৬১ শতাংশ এবং কুষ্টিয়ায় ৮৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ৬, ২০১৯
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।