ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মে’র সব পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ৩, ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মে’র সব পরীক্ষা স্থগিত

ঢাকা: ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শনিবার (৪ মে) অনুষ্ঠিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধী‌নে শনিবার অনার্স পার্ট-৪, ডিগ্রি প্রথমবর্ষ, বিবিএ চতুর্থ সেমিস্টার ও বিএড অনার্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

তবে ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সব পরীক্ষার পরবর্তী সময়সূচি জা‌নি‌য়ে দেওয়া হ‌বে।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম শিখদার।

এছাড়া ‘ফণী’র কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ মে’র (শনিবার) সব পরীক্ষা পিছিয়ে ১৪ মে (মঙ্গলবার) সময় নির্ধারিত করা হয়েছে। ওই দিন নির্ধারিত সময় অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, ৪ মে’র সকালের পরীক্ষাগুলো ১৪ মে সকালে এবং বিকেলেরগুলো ওইদিন বিকেলে নেওয়া হবে।

এদিকে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় জেলাগুলোতে ‘ফণী’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।