ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ঢাবির ৫২তম সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী তাকাকি কাজিতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ১, ২০১৯
ঢাবির ৫২তম সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী তাকাকি কাজিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন নোবেল বিজয়ী তাকাকি কাজিতা। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তন বক্তা তাকাকি কাজিতা ২০১৫ সালে পদার্থের অণুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ খুঁজতে গিয়ে এ কণার ভর থাকার ইঙ্গিত পাওয়ার জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, মে ০১, ২০১৯
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।