ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ল্যাব উন্নয়ন ফি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, এপ্রিল ১৬, ২০১৯
ল্যাব উন্নয়ন ফি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ল্যাব উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ফি বাবদ রাখা হয় ২১ হাজার টাকা।

যা ২০১১-১২ সেশনের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার কথা বলা হলেও পরবর্তী দুই ব্যাচ পর্যন্ত অব্যাহত রাখা হয়।

ইনস্টিটিউটের শিক্ষার্থী অর্নব বাংলানিউজকে বলেন, ল্যাব উন্নয়ন ফি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা দাবি জানানোর পর ৭ হাজার টাকা (যারা গবেষণা করবে) ও ১০ হাজার টাকা ( যারা গবেষণা করবে না) কমিয়েছে। কিন্তু আমাদের দাবি সম্পূর্ণ ফি বাতিল করতে হবে। আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি। বুধবার যদি এর সমাধান করা না হয় তাহলে আমরা আবার আন্দোলন করবো।

বাংলাদেশস সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।