ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে চলছে এইচএসসি পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
রাজশাহীতে শান্তিপূর্ণভাবে চলছে এইচএসসি পরীক্ষা চলছে এইচএসসি পরীক্ষা।

রাজশাহী: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (০১ এপ্রিল) সকাল ১০টা থেকে চলছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

এবার নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেই পরীক্ষার্থীরা স্ব-স্ব কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

এছাড়া কারও কাছে কোনো ইলেক্ট্রনিকস ডিভাইসও পাওয়া যায়নি।

এবার সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৫টি ভিজিলেন্স টিম পরীক্ষা তদারকির কাজ করছেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খোলেন। তবে বেলা সোয়া ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা শুরুর পর রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের নিউ গভ: ডিগ্রি কলেজ ও পরে রাজশাহী মহিলা কলেজ পরিদর্শন করেন। এছাড়া শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আলাদাভাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন।

এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় মোট ১৯৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার বোর্ডের অধীনে মোট ১ লাখ ৫০ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। গতবছর পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪১ হাজার ৫৮৬ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৩৬৮ জন।  

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার বাংলানিউজকে বলেন, এবার মোট ১ লাখ ৫০ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৬৯৮ জন নিয়মিত। এর মধ্যে ৮২ হাজার ১৬৯ জন ছাত্র ও ৬৮ হাজার ৭৯৫ জন ছাত্রী।

আর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ২৫৬ জন। এর মধ্যে ২৫ হাজার ৫৫০ জন এক বিষয়ে ও ৫ হাজার ৭০৬ জন দুই বিষয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে রাজশাহীর প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান বোর্ড সচিব।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।