মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ওই রুমে থাকা বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পাঁচতলার তালাবদ্ধ সার্ভার রুমটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে কর্মচারীরা।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস বাংলানিউজকে জানান, তাদের তিনটি ইউনিটন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু এর আগেই সার্ভার রুমের বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
বাংলাদেশ সময় ০৩০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএস/এএটি


