ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রোকেয়া হলে ছাত্রলীগের প্যানেল জয়ী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
রোকেয়া হলে ছাত্রলীগের প্যানেল জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাতে হল প্রাঙ্গনে এ ফল ঘোষণা করা হয়।  

এই হলে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ইশরাত জাহান তন্বী ও সাধারণ সম্পাদক হন সায়মা আক্তার প্রমী।

এরআগে, সকালে ব্যালট বাক্স গোপন করার অভিযোগে ভোট গ্রহণ শুরুর পর এক পর্যায়ে বন্ধ থাকে। বিকেল তিনটায় যখন পুনরায় ভোট গ্রহণ শুরু হয় তখন ছাত্রলীগ ব্যতীত অন্য প্রার্থীরা ভোট বর্জন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই হলের এক ছাত্রী বাংলানিউজকে বলেন, বিকেলে যখন ভোট চলছিল তখন শুধু ওরা নিজেরাই ছিল। ইচ্ছা তারা মতো ভোট দিয়েছে।

*** একুশে হলের ভিপি মেহেদী, জিএস হাবীব
*** ফজিলাতুন্নেছা হলের ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি
*** মুহসীন হল সংসদে ভিপি শিশির, জিএস মেহেদী
*** একাত্তর হলের ভিপি সজীব, জিএস নিশান
*** সূর্যসেন হলের ভিপি সোহান, জিএস সিয়াম
***শামসুন নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্ররা

***ফজলুল হক মুসলিম হলে ভিপিসহ স্বতন্ত্র প্রার্থীদের জয়

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসকেবি/পিএম/এমএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।