ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবিতে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
জাবিতে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করছেন নূর আলম হিমেল। ছবি: বাংলানিউজ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সমিতির আয়োজনে শুক্রবার (০৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ নম্বর আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. আজগার টগর বলেন, আমরা শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছি।

শিক্ষা ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারেনা। সন্ত্রাস নির্মূলে বর্তমান সরকার গত ১০ বছরে যে অগ্রগতি দেখিয়েছে তা কল্পনাতীত।  

চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি আজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডায়মন্ড ওয়ার্ল্ড বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ রিপনুল হাসান, জাবির নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলীসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও শিক্ষার্থী হিসেবে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয় বাংলানিউজের জাবি করেপন্ডেন্ট ও জাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি নূর আলম হিমেল ও লোক প্রশাসন বিভাগের ছাত্রী সাবরিয়া তাসনিম ছন্দাকে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।