ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

হল সংসদে ছাত্রলীগের ভিপি-জিএস প্রার্থী যারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
হল সংসদে ছাত্রলীগের ভিপি-জিএস প্রার্থী যারা ডাকসু ভবন/ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ১৮টি হলের ভিপি-জিএস প্রার্থীদের নাম ঘোষণা করেছে ছাত্রলীগ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্যানেল ঘোষণা করেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

ঘোষিত প্যানেল অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সহ-সভাপতি পদে আকমল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান শান্ত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল সুবাইল ও সাধারণ সম্পাদক পদে হাসিবুল হাসান শান্ত, বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি পদে সজিবুর রহমান সজিব ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান নিশান, মাস্টারদা সূর্যসেন হল সংসদের সহ-সভাপতি পদে মারিয়ান জামান খান সোহান ও সাধারণ সম্পাদক পদে সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হল সংসদের সহ-সভাপতি পদে ফরহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ইমাম হাসান, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সহ-সভাপতি পদে তৌহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক পদে মিজান হাসান, স্যার এ এফ রহমান হল সংসদের সহ-সভাপতি পদে আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহ-সভাপতি পদে সাইফুল্লাহ আব্বাসী অনন্ত ও সাধারণ সম্পাদক পদে রিফাত উদ্দিন, স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সহ-সভাপতি পদে জুলিয়াস সিজার তালুকদার ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন, জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি পদে উৎপল বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে কাজল দাস, শহীদুল্লাহ হল সংসদের সহ-সভাপতি পদে হোসেন আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক পদে ইরফানুল হাই সৌরভ, ফজলুল হক মুসলিম হল সংসদের সহ-সভাপতি পদে শাহরিয়ার সিদ্দিকী শিশিম ও সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান, অমর একুশে হল সংসদের সহ-সভাপতি পদে তামিম রেজা ও সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ-সভাপতি পদে কোহিনুর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক পদে সারা বিনতে জাহান, রোকেয়া হল সংসদের সহ-সভাপতি পদে ইশরাত জাহান তন্নী ও সাধারণ সম্পাদক পদে সায়মা প্রমি, শামসুন্নাহার হল সংসদের সহ-সভাপতি পদে জেসমিন শান্তা ও সাধারণ সম্পাদক পদে উম্মে আরাফাত জাহান লাকি, সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি পদে ইসরাত জাহান ইভা ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার সুলতানা নদী, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদের সহ-সভাপতি পদে রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক পদে শাওলীন জাহান সেজুতি ছাত্রলীগের মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪,২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।