![]() কুবিতে র্যালির মাধ্যমে শুরু মার্কেটিং কার্নিভাল। ছবি: বাংলানিউজ |
কুবি: প্রথম বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে চার দিনের মার্কেটিং কার্নিভাল।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবন থেকে র্যালির মাধ্যমে শুরু হয় কার্নিভালের আনুষ্ঠানিকতা।
চার দিনের এই কার্নিভালের প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন- কুবির উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।
কার্নিভালে থাকছে- সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খেলাধুলা, কেইস স্টাডি প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটোসেশন, উপচার্যের সঙ্গে স্বাগত মিটিং, মার্কেটিং সামিট ও করপোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসআরএস