ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হোসেনপুরে ৫ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
হোসেনপুরে ৫ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে চলতি দাখিল গণিত বিষয়ের পরীক্ষায় নকল করার অপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ হোসেনপুর উপজেলা সদর দাখিল মাদ্রাসা পরিদর্শনকালে এ আদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উপজেলার গড় বিশুদিয়া বুড়াপীর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম ও মাধখলা ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. হাবিবুর রহমান।

হোসেনপুর সদর দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব আহাম্মদ আলী বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।