ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নকলের দায়ে নীলফামারীতে ৬ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
নকলের দায়ে নীলফামারীতে ৬ পরীক্ষার্থী বহিষ্কার

নীলফামারী: নীলফামারীতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলো- মন্থনা উচ্চ বিদ্যালয়ের নূর হোসেন ও শামীম হোসেন মুন; ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ের মো. মাহাদী হাসান; বেগম খালেদা জিয়া উচ্চ বিদ্যালয়ের সৌরভ আলী; কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজের মারিফুল ইসলাম ও কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাইফুল আলম।

 

কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল মালেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।