ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন নিয়ে দৃঢ় আশাবাদী উপাচার্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, জানুয়ারি ২১, ২০১৯
ডাকসু নির্বাচন নিয়ে দৃঢ় আশাবাদী উপাচার্য ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়: মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে দৃঢ় আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

নিয়মিত ডাকসু নির্বাচন সম্পন্ন হলে সব কিছুতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।  রোববার (২০ জানুয়ারি) রাতে উপাচার্যের বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় কালে নির্বাচন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানী, নির্বাচনের চিফ রিটার্নিং অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নসহ বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনায় ডাকসুর গঠনতন্ত্র, আচরণবিধি, তফসিল, ভোট কেন্দ্র, প্রার্থীতা, নির্বাচনী পরিবেশ,  প্রস্তুতি নিয়েও বিগত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণ চিহ্নিত করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

নির্বাচন নিয়ে ঢাবি উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সুন্দর একটা ব্যবস্থাপনা আছে এখানে শিক্ষকদের বিভিন্ন কমিটির নিয়মিত নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ আনতে পারেনি। তাই ডাকসু নির্বাচন নিয়েও কারো অনাস্থা বা শঙ্কার কারণ নেই।
 

বাংলাদেশ সময়: ০৪১০  ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসকেবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।