ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শনিবার থেকে ইবিতে শীতকালীন ছুটি শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
শনিবার থেকে ইবিতে শীতকালীন ছুটি শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে শনিবার (২৯ ডিসেম্বর) থেকে। 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্বঘোষিত ছুটি থেকে চারদিন এগিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল লতিফ জানান, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত ছুটি ছিল ২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি এগিয়ে আনা হয়েছে। নতুন ছুটি অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে ২৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ ক্লাস শুরু হবে আগামী বছরের ১১ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার জানান, ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ থাকবে। ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আবাসিক হল খোলা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।