ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বিভিন্ন দাবিতে বিএম কলেজে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, নভেম্বর ২৬, ২০১৮
বিভিন্ন দাবিতে বিএম কলেজে বিক্ষোভ বিক্ষোভ-মিছিলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছবি: বাংলানিউজ

বরিশাল: বছর বছর ফি বাড়ানো, আবাসন সংকট নিরসন ও বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্র সংসদের (বাকসু) নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার ব্যানারে ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে জিরোপয়েন্টে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। আন্দোলন করলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করছে না। এছাড়া বিভিন্ন খাতের নামে অর্থ আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা অথিরিক্ত ফি আদায় বন্ধ, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনেরও দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সাগর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সন্তু মিত্র, সদস্য অন্বেষা দাস প্রমী, সদস্য শাওন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬১০ ঘণ্টা, ন‌ভেম্বর ২৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।