ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রংপুরে শিশু-কিশোরদের বিজয় ফুল তৈরি উৎসব

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
রংপুরে শিশু-কিশোরদের বিজয় ফুল তৈরি উৎসব প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

রংপুর: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুরে উদযাপিত হয়েছে বিজয় ফুল তৈরি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

রোববার (১১ নভেম্বর) সকালে নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার শতাধিক শিশু-কিশোর বিজয় ফুল তৈরি উৎসবে অংশ নেয়।

দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ জয়নুল বারী।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল্লাহ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক এনামুল হাবীব, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ।

প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা, স্কুল ও কলেজের শিশু থেকে দ্বাদশ শ্রেণির ৪৩২জন শিক্ষার্থী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে আটটি ইভেন্টে বিজয় ফুল তৈরি, গল্পরচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দেশাত্মবোধক গান পরিবেশনে অংশ নেয়। এখানে বিজয়ী প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad