ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

জবির ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
জবির ‘ইউনিট-১’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষ ‘ইউনিট-১’ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) প্রকাশিত এ ফলাফলে ১১৭৮টি আসনের বিপরীতে ৫৫০৭ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://admissionjnu.info) পাওয়া যাচ্ছে।

যেসব শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে তারা আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ (Subject Choice) করতে পারবেন। প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে।

অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ (Subject Choice) করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভর্তির পরও শিক্ষার্থীদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ঘটবে এবং শিক্ষার্থীদের সেটা মেনে নিতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দেওয়া বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয় পছন্দ (Subject Choice) করতে না পারলে কোনো বিষয়ে ভর্তির জন্য বিবেচনা করার আর কোনো সুযোগ থাকবে না।

ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
কেডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।