ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পের উদ্বোধন 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
ইবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পের উদ্বোধন  ইবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পের উদ্বোধন 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন সপ্তাহব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ২৪ ব্যাটালিয়ন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।  

জানা গেছে, ইবি বিএনসিসি’র সদস্য মাইমুনা ও আরাফাতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল ইমরান আজাদ এবং ২৪ ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মো. নাজমুল হক।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীকে গার্ড অব অনার দেন বিএনসিসি’র ২৪ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।  

আরও জানা যায়, সপ্তাহব্যাপী ব্যাটালিয়ন ক্যাম্পে ২৪ ব্যাটালিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৭০ জন ক্যাডেট, ১০ জন বিটিএফও-পিইউও এবং ২৫ জন সামরিক  প্রশিক্ষক অংশ নেবেন।  

আগামী শনিবার (৬ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পিংয়ের সমাপ্ত ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।