ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির ৫১তম সমাবর্তনের কস্টিউম বিতরণ শুরু বুধবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ঢাবির ৫১তম সমাবর্তনের কস্টিউম বিতরণ শুরু বুধবার ঢাবির ৫১তম সমাবর্তন (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম বিতরণ শুরু হবে আগামী  বুধবার (৩ অক্টোবর)। চলবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ বা পরিচালকরা এবং সমাবর্তনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটরা নির্ধারিত স্থানগুলো থেকে আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম সংগ্রহ করতে পারবেন।

আগামী ৬ অক্টোবর সমাবর্তন অনুষ্ঠান শেষে সংগৃহীত স্থানে কস্টিউম ফেরত দিয়ে গ্র্যাজুয়েটরা তাদের সার্টিফিকেট সংগ্রহ করবেন।

যেসব স্থান থেকে কস্টিউম বিতরণ করা হবে

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন: সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ/পরিচালক এবং ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদকরা।  

কলা অনুষদ ভবন: কলা ও আইন অনুষদভুক্ত বিভাগগুলো, আধুনিক ভাষা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা।

বিজ্ঞান ক্যাফেটেরিয়া, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়: বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগগুলো এবং  পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ, তথ্য প্রযুক্তি, শক্তি ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা।

বিজনেস স্টাডিজ অনুষদ ভবন: বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলো, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটরা।

সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন: সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলো, সমাজকল্যাণ ও গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি ইনস্টিটিউট, ঢাকা স্কুল অব ইকনোমিক্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): শিক্ষা, চিকিৎসা এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ, নার্সিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর গ্র্যাজুয়েট এবং এম. ফিল ও পিএইচ.ডি ডিগ্রি প্রাপ্ত এবং পদকপ্রাপ্তরা।

ইডেন মহিলা কলেজ: ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা।

ঢাকা কলেজ: ঢাকা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর সরকারি কলেজের গ্র্যাজুয়েটরা কস্টিউম আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম বিতরণ সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।