ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবিতে বিশ্ব ফার্মেসি দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
জবিতে বিশ্ব ফার্মেসি দিবস পালিত বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে জবিতে শিক্ষকশিক্ষার্থীরা র‌্যালি বের করে। ছবি: বাংলানিউজ

জবি: ‘Pharmacists your medicines experts’- স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফার্মেসি বিভাগ কর্তৃক বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় উপাচার্য বলেন, এ ধরনের আয়োজন দেখে খুবই ভালো লাগলো, আশাকরি প্রতিবছর এ ধরনের আয়োজন হবে।

যা থেকে সবাই কিছু না কিছু শিখতে পারবে।

দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। যা বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এরপর বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ ও রক্তচাপ নির্ণয় সেবা দেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।