ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সরকারি হলো আরো ৪৩ মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
সরকারি হলো আরো ৪৩ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা: আরো ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে সরকার। সোমবার (২৪ সেপ্টম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

যেসব উপজেলায় সরকারি বিদ্যালয় ও কলেজ নেই সেখানে একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণের সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে নতুন সরকারি হওয়া প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।

 
আদেশে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে এসব প্রতিষ্ঠান সরকারিকরণ বলে গণ্য হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন ৪৩টিসহ মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮টি।  

এরআগে ১৩ সেপ্টেম্বর ৪৪টি ও ২৮ আগস্ট ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।