[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

বাকৃবিতে ঈদের ছুটি শুরু ১২ জুন 

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১১ ৫:৫২:২১ এএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)

বাকৃবি (ময়মনসিংহ): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মঙ্গলবার (১২ জুন) থেকে নয় দিনের ছুটি শুরু হচ্ছে।

সোমবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান।

মো. ছাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১২ জুন) থেকে বুধবার (২০ জুন) পর্যন্ত বন্ধ থাকবে সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম। ছুটি শেষে বৃহস্পতিবার (২১ জুন) থেকে নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

এদিকে কৃষি অনুষদের ডিন অধ্যপক মো. আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে জানান, ঈদের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার বিরতির ছুটি থাকায় ডিন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা।

হল খোলা থাকা প্রসঙ্গে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মহির উদ্দীন বাংলানিউজকে বলেন, বুধবার (১৩ জুন) সকাল ৯টার মধ্যে আবাসিক হলগুলোর সব কক্ষ সিলগালা করে দেওয়া হবে। আগামী ২০ জুন (বুধবার) বিকেল ৯টায় হল খুলে দেওয়া হবে। বাড়িতে ঈদ করতে ইতোমধ্যে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa