[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৭ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

ইবিতে ১৩৬ কোটি টাকার বাজেট পাস

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১০ ৯:৫৩:২৪ এএম
অধ্যাপক ড. সেলিম তোহা নতুন বাজেটের কপি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসাকরীর কাছে হস্তান্তর করছেন

অধ্যাপক ড. সেলিম তোহা নতুন বাজেটের কপি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসাকরীর কাছে হস্তান্তর করছেন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ অর্থ বছরের রিভিউ ও ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাস হয়েছে।

বড় ছয়টি খাতে ঘাটতি নিয়ে এ বছর ১৩৬ কোটি ৫০ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রিভাইজ বাজেটে এ বছর প্রায় ৬৭ কোটি টাকা ঘাটতিসহ এবারের বাজেট পাস হলো।

রোববার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা নতুন বাজেটের কপি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসাকরীর কাছে হস্তান্তর করেন।
 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় এবং ব্যয়ের খাত বিবেচনা করে এ বছর ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ইউজিসি। এর আগে ২০১৮-১৯ অর্থ বছরে ইউজিসিতে ২০২ কোটি ৪৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করে প্রশাসন।
 
এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১২ কোটি ৫০ লাখ টাকা আয়সহ মোট বাজেটের পরিমাণ দাঁড়ালো ১৩৬ কোটি ৫০ লাখ। গত অর্থ বছরে নিজস্ব ১০ কোটি আয়সহ যা ছিল ১১৪ কোটি ২ লাখ টাকা। একই সঙ্গে ২০১৭-১৮ অর্থ বছরের রিভাইজ বাজেটে অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দেয় ইউজিসি।

এদিকে, ১৯৯৫-৯৬ থেকে ২২টি অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের মোট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। যা আগামী অর্থ বছরের মোট বাজেটের অর্ধেক। সম্প্রতি পরীক্ষার পারিশ্রমিক দ্বিগুণ করায় ঘাটতির পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db