ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ঢাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল ঢাবি শিক্ষার্থীদের মশাল মিছিল/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টিএসসি হতে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কলা অনুষদের সাধারণ সম্পাদক হাসিব মোহাম্মদ আশিক দুই দফা দাবি উত্থাপন করেন। ছাত্রী নিপীড়নের ঘটনায় ছাত্রলীগ নেতাদের বিচার করা, সোমবারের মধ্যে মামলা প্রত্যাহার করা।

অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে প্রক্টরকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি করেন আশিক।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।