ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার ৯৫.৫৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, ডিসেম্বর ৩০, ২০১৭
রাজশাহী বোর্ডে পাসের হার ৯৫.৫৪

রাজশাহী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৩৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৪৭১ জন। 

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৭৯৬ এবং ছেলে ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরার এ ফলাফল ঘোষণা করেন। ছবি: বাংলানিউজগতবার (২০১৬ সাল) এ শিক্ষা  বোর্ডে পাসের হার ছিল ৯৭.৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল  দুই লাখ ২৬ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাস করেছিল দুই লাখ ২১ হাজার ৬১৭ জন। পরীক্ষায় ছেলেদের মধ্যে অংশ নেয় এক লাখ ১১ হাজার ৮০৬ জন। পাস করে এক লাখ আট হাজার ৯২৮ জন। মেয়েদের মধ্যে পরীক্ষায় এক লাখ ১৫ হাজার ৮৬ জন অংশ নিয়ে পাস করে এক লাখ ১২ হাজার ৬৮৯ জন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।