ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ঢাবিতে প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, নভেম্বর ২৮, ২০১৭
যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ঢাবিতে প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়: নারীর যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা  বৃদ্ধির লক্ষে পোস্টার প্রদর্শনী করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

‘আন্তর্জাতিক নারী নির্যাতন  প্রতিরোধ পক্ষ’ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ও ‘বিশ্ব মানবাধিকার দিবস ২০১৭’ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

স্লোগান ছিল "যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা; নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ রাষ্ট্র গঠন করা"।

পোস্টারে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূতদের জীবনী তুলে ধরা হয়েছে। সুফিয়া কামাল, মনোরমা বসু, বেলা নবী, জাহানারা ইমাম ও হেনা দাসের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

এছাড়া সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। অর্থনীতিতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।