ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

আশুলিয়ায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজে নবীনবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আশুলিয়ায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজে নবীনবরণ ২৩ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের ২৩ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ (সাভার) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এনামুর রহমান।

ডা. এনামুর রহমান তার বক্তব্য বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষার্থীদের পড়াশুনায় আরও মনোযোগী হওয়া উচিত। শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।

এ সময় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খাঁন, সহকারী অধ্যাপক আকতার হোসেন, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমির হোসেন জয়, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআরএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।