ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১৭০ পরিবারে স্ট্রিটল্যাম্পের ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
১৭০ পরিবারে স্ট্রিটল্যাম্পের ত্রাণ বিতরণ বন্যার্ত ১৭০ পরিবার পেয়েছে ত্রাণ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্রিটল্যাম্প জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৭০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ত্রাণ বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সরিষাবাড়ী অনার্স কলেজে এ ত্রাণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা। কলেজের অধ্যক্ষ  ছরোয়ার জাহান, উপাধ্যক্ষ  নিজাম আহমেদ উপস্থিত ছিলেন।

সংগঠনের সমন্বয়ক তোফায়েল আহমদ বলেন, ‘দেশের মানুষের এই চরম দুর্দিনে আমাদের সবার যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়ানো উচিৎ।   এতো বড় দুর্ভোগ কাটিয়ে ওঠা কারো একার পক্ষে সম্ভব নয়। আসুন, সবাই মানবতার আহবানে সাড়া দেই’।

সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও  কোষাধ্যক্ষ হাবীবুর রহমান বলেন, ‘এবারের এই বন্যা ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা। ৫১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ দেশ আমার, আপনার, সকলের। আমরা গরিব দেশ, শুধু সরকার এ বিশাল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সক্ষম নয়। তাই এ রাষ্ট্রের নাগরিক ও মানুষ হিসেবে সবাইকে নিজ নিজ  সামর্থ্য অনুসারে বন্যার্তদের পাশে দাড়াতে হবে’।

বুধবার (২৩ আগস্ট) সংগঠনের ৬ সদস্যের টিম ঢাকা থেকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।