ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দ্বিতীয় মেয়াদে মবিপ্রবির ভিসি হলেন ড. আলাউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
দ্বিতীয় মেয়াদে মবিপ্রবির ভিসি হলেন ড. আলাউদ্দিন

ঢাকা: টাঙ্গাইলে প্রতিষ্ঠিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো: আলাউদ্দিনকে আবারও একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর দ্বিতীয় মেয়াদে পরবর্তী চার বছরের জন্য তাকে প‍ুনরায় নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
 
দ্বিতীয় মেয়াদে ৪ বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।


 
ভাইস-চ্যান্সেলর হিসেবে ড. আলাউদ্দিন তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।   
 
গত ৩ মে ড. আলাউদ্দিনের নিয়োগের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।
 
এদিকে আগামী শনিবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন বলে বাংলানিউজকে জানান অধ্যাপক ড. মো: আলাউদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।