ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সজাগ থাকুন, তরুণরা যেন জঙ্গিদের কবলে না পড়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
সজাগ থাকুন, তরুণরা যেন জঙ্গিদের কবলে না পড়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: তরুণ, মেধাবী, কোমলমতি, প্রাণবন্ত ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর ভাটারা থানাধীন মাদীনী এভিনউয়ে নিজস্ব ক্যাম্পাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
শিক্ষামন্ত্রী বলেন, তরুণদের অনুপ্রেরণা, স্নেহ-মায়া-মমতা দিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে সুপরিচালিত করবেন।

পিতা-মাতা-অভিভাবক-শিক্ষকের কর্তব্য হবে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে এ দায়িত্ব আন্তরিকভাবে পালন করা।  
 
তিনি বলেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগ্রিয়ে যাচ্ছে, ঠিক তখনি একদল স্বাধীনতা বিরোধী উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে। এদেশের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
 
‘তাদের কুমন্ত্রণালয় প্ররোচিত হয়ে বেশকিছু তরুণ মেধাবী শিক্ষার্থী ইতোমধ্যে বিপথগামী হয়েছে। ’
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
 
শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়ানোয় বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, নতুন প্রজন্ম ইসলামের নামে জঙ্গিবাদের পথ বেছে নেবে কেন? শিক্ষার্থীদের কুপথ থেকে সরে আসার আহ্বান জানান আবদুল মান্নান।
 
‘জানতে হবে তোমার রক্তাক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস’, নতুন প্রজন্মের উদ্দেশে বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান।  
 
অনুষ্ঠোনে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
 
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. জিওয়ান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা,এপ্রিল ১৫, ২০১৭
এমআইএইচ/এমজেএফ.এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ