ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাবিতে ক্যাম্পাস রেডিও’র পরিকল্পনা কর্মশালা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, এপ্রিল ৭, ২০১৭
রাবিতে ক্যাম্পাস রেডিও’র পরিকল্পনা কর্মশালা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ক্যাম্পাস রেডিও (আরইউসিআর) এর পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) বিভাগের ১২৩নং কক্ষে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালায় ক্যাম্পাস রেডিও’র সাধারণ প্রবণতা হিসেবে বিশ্বের ও দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ক্যাম্পাস রেডিও’র সাংগঠনিক কাঠামো,
ব্যবস্থাপনা কৌশল, ব্রান্ডিং কৌশল, আধেয় নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালা শেষে বিকেলে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন পর্বে আলোচনা করেন- বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং প্রভাষক আব্দুল্লাহীল বাকী।

ক্যাম্পাস রেডিওটি বর্তমানে অনলাইন নির্ভর চালু হলেও পরে তা এফএম ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। www.ru-cr.com ইউআরএল থেকে রেডিওটি শোনা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।