ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

জাবিতে নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা শনিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, এপ্রিল ৬, ২০১৭
জাবিতে নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান শনিবার (৮) এপ্রিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল (শনিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান হবে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ফেলো অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।