ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির যন্ত্রকৌশল বিভাগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, জানুয়ারি ৯, ২০১৭
শাবিপ্রবির যন্ত্রকৌশল বিভাগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাবিপ্রবিতে যন্ত্রকৌশল বিভাগের আনন্দ ৠালি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যন্ত্রকৌশল বিভাগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি)  দুপুর দেড়টায় আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি উদযাপন করেন তারা।

আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের একাডেমিক ‘এ’ বিল্ডিং থেকে শুরু হয়ে ক্যাম্পসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে কেক কেটে ১ম বর্ষপূর্তি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিভাগীয় প্রধান অধ্যাপক আরিফুল ইসলাম, শিল্প উৎপাদন কৌশল বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, সহকারী অধ্যাপক জাহিদ হাসান, ফেরদৌস আলম, জাহিদুল ইসলাম, শান্তা সাহা ও সায়েদা কামরুন্নাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ