ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবিতে জঙ্গিবাদবিরোধী নাটক মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
রাবিতে জঙ্গিবাদবিরোধী নাটক মঙ্গলবার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জঙ্গিবাদবিরোধী নাটক ‘এন্তারনেট’র প্রদর্শনী হতে যাচ্ছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) এই নাটকটি প্রদর্শিত হবে।

শনিবার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের আহ্বায়ক তানজিদা নাহার জুঁই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাতে বলা হয়, নাট্যকার মলয় ভৌমিকের রচনা ও নির্দেশনায় নাট্যদলের ৬০তম প্রযোজনা জঙ্গিবাদবিরোধী নাটক ‘এন্তারনেট’। নাটকের প্রথম প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্যোৎসবে ৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।