ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মৌলভীবাজারের সেরা ৫ শিক্ষা প্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
মৌলভীবাজারের সেরা ৫ শিক্ষা প্রতিষ্ঠান

মৌলভীবাজার: সিলেট শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সেরা নবম থেকে ১৩তম স্থান দখল করেছে জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান।

সিলেট শিক্ষা বোডে নবম স্থান দখল করে নিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১০তম হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজ, ১১তম হয়েছে কমলগঞ্জের সুজা মেমোরিয়াল কলেজ, ১২তম হয়েছে জুড়ীর তৈয়বুন্নেছা খানম একাডেমি কলেজ ও ১৩তম হয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ।

 

এবার মৌলভীবাজারে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০৬ জন।

জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮৫৭ জন। পাস করেছে ১০ হাজার ৯২ জন।

এর মধ্যে ছেলে ৪ হাজার ৩২৯ জন ও মেয়ে ৫ হাজার ৭৬৩ জন।

সিলেট  শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।