ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঠাকুরগাঁওয়ের সেরা ৫ কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ঠাকুরগাঁওয়ের সেরা ৫ কলেজ ঠাকুরগাঁও সরকারি কলেজ / ছবি : ফাইল ফটো

ঠাকুরগাঁও: এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঠাকুরগাঁও জেলায় প্রথম স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি কলেজ।

এ কলেজ থেকে এ কলেজ থেকে ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৯৮ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন। পাশের হার ৫৮.৮৬।

দ্বিতীয় স্থানে পীরগঞ্জ সরকারি কলেজ। এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৯০১ জন। পাস করেছেন ৭২৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন। বালিয়াডাঙ্গী সমির উদ্দিন কলেজ ৩য় স্থান অধিকার করেছে। এ কলেজ থেকে ৫৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৩৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।

চতুর্থ স্থানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে ৬২৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৮৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। ৫ম স্থানে রানীশংকৈল ডিগ্রি কলেজ। ৬৩৫ জন পরীক্ষা দিয়ে এ কলেজ থেকে পাস করেছেন ৪৮৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।