ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

যশোর বোর্ডের শীর্ষ ২০ কলেজ

মিলন রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
যশোর বোর্ডের শীর্ষ ২০ কলেজ

যশোর: বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের শীর্ষস্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

এ কলেজের ৫৩ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।

আর জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। গতবছরও শীর্ষে থাকা এই কলেজটির ৪৭ জনের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

এবার বোর্ড সেরার তালিকায় ২য় স্থানে উঠে এসেছে খুলনার সরকারি এম এম সিটি কলেজ। এ কলেজের ১ হাজার ২৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৯৬ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৪৬৪ জন।

গত বছর এ কলেজটি ৪র্থ স্থান থেকে ৫ম স্থানে নেমে গিয়েছিল। এবার তারা ৩ ধাপ উঠে এসেছে।

গতবারের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। তাদের ৮৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন।

গত বছর দ্বিতীয় স্থানে থাকা খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল এবার নেমে গেছে ৪র্থ স্থানে। তাদের ৫৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

পরপর দু’বার ৭ম স্থানে থাকা খুলনা পাবলিক কলেজ এবার উঠে এসেছে ৫ম স্থানে। তাদের ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ১৩৭ জন।

গত বছরের মতো এবারও ৬ষ্ঠ স্থান ধরে রেখেছে কুষ্টিয়া সরকারি কলেজ। তাদের ১ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৩৭ জন।

৭ম স্থানে রয়েছে যশোর সরকারি এমএম কলেজ। গত বছর ১৮তম স্থানে থাকা এ কলেজটি এবার ১১ ধাপ এগিয়ে এসেছে। এ কলেজ থেকে ৩৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন।

৮ম স্থানে রয়েছে যশোর আকিজ কলেজিয়েট স্কুল। তাদের ১৫৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। গত বছর চার ধাপ নিচে নেমে যাওয়া যশোর আকিজ কলেজিয়েট স্কুলের অবস্থান ছিল ১০ এ।  

এবার ৯ম স্থানে থাকা খুলনার রূপসার বঙ্গবন্ধু কলেজ গতবছর ছিল ১৫তম অবস্থানে। তাদের ৪৭৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬৯ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭২ জন।

চার ধাপ এগিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ এবার রয়েছে ১০ম স্থানে। তাদের ৭১৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৭৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন।

এ বছর ৭ম ধাপ নিচে নেমে ১১তম স্থানে রয়েছে খুলনা সরকারি গার্লস কলেজ। তাদের ৬০০ ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩২ জন।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবার ১২তম স্থানে রয়েছে। তাদের ১৬৬ শিক্ষার্থীর মধ্যে ১৫৮ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন।

দুই ধাপ নেমে ১১ থেকে ১৩তম অবস্থানে রয়েছে খুলনার সরকারি পাইওনিয়র গার্লস কলেজ। তাদের ৭৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯৫ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৮৬ জন।

একধাপ নিচে নেমে ১৪তম স্থানে থাকা বাগেরহাটের সরকারি পিসি কলেজের ৭০২ জন শিক্ষার্থীর ৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।

ঝিনাইদহের শৈলকুপার মিয়া জিন্নাহ আলম কলেজ যশোর বোর্ডের ১৫তম অবস্থানে রয়েছে। তাদের ৫০২ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫৪ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন।

১৬তম অবস্থানে রয়েছে ঝিনাইদহের কেসি কলেজ। তাদের ৬২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫০৪ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন।

গত বছর ৮ম স্থানে থাকা চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবার নেমে গেছে ১৭তম স্থানে। তাদের ১ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯১১ জন, জিপিএ-৫ পেয়েছেন ১০২ জন।

১৮তম স্থানে রয়েছেন খুলনার আজম খান কমার্স কলেজ। তাদের ৪৫৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০০ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।

ঝিনাইদহের সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ রয়েছে ১৯তম স্থানে। তাদের ৫২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪২১, জিপিএ-৫ পেয়েছেন ৫০জন।

আর গত বছরের মত এবারও শীর্ষ ২০এর সর্বনিম্ন অবস্থানে রয়েছে যশোরের হামিদপুর আল হেরা কলেজ। এ কলেজের ৪৪৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১০ জন। ৩০ জন পেয়েছেন জিপিএ-৫।

গত বছর সেরা ২০এর তালিকায় থাকা ৫টি কলেজ এবার ছিটকে পড়েছে। এগুলো হলো, ৯ম স্থানে থাকা খুলনা বিএল কলেজ, ১২তম স্থানে থাকা যশোরের শার্শার ডা. আফিল উদ্দিন কলেজ, ১৬তম স্থানে থাকা মাগুরার বিহারীলাল শিকদার কলেজ, ১৭তম অবস্থানের
খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ও ১৯তম অবস্থানের যশোরের বিএএফ শাহীন কলেজ।

সেরা ২০ এর এই তালিকায় খুলনা জেলার ৮টি এবং যশোর ও ঝিনাইদহের ৪টি করে কলেজ রয়েছে। এছাড়া কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও সাতক্ষীরার ১টি করে কলেজ ঠাঁই পেয়েছে। এ বোর্ডের আওতাধীন দশ জেলার মধ্যে মাগুরা, নড়াইল ও মেহেরপুর জেলার কোনো কলেজ ওই তালিকায় স্থান পায়নি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।